উত্তরদিনাজপুর

অভিনব কায়দায় জন্মদিন পালন,জন্মদিনে পরিবারের আবেদন এক বোতল রক্ত

এ এক অন্য জন্মদিন পালন উত্তর দিনাজপুর জেলার মহাদেবপুর গ্রামে।

আমরা আমাদের পরিবারের লোকেদের জন্মদিন উৎসাহতা ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করে থাকি। জন্ম দিনে অনেকে দামি জিনিস থেকে শুরু করে বিভিন সামগ্রী উপহার দেওয়া হয়। কিন্তু মহাদেবপুর গ্রামের বাসিন্দা বর্মন পরিবারের ছেলের জন্মদিন পালন করা খানিকটা আলাদা। ছেলের জন্মদিনে উপহার হিসাবে সোনার গহনা বা দামী খেলনা  নয়, উপহার হিসাবে দিন এক বোতল রক্ত। গ্রীষ্মকালীন রক্তসঙ্কট মেটাতে এমনই অভিনব উদ্যোগ গত তিন বছর ধরে নিয়ে চলেছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের মহাদেবপুর গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক মোহিত বর্মন ও তার স্ত্রী স্বাগতা রায় বর্মন। জেলাজুড়ে রক্তসঙ্কট মেটাতে বর্মন পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আত্মীয় স্বজন থেকে পাড়াপ্রতিবেশী সকলেই। প্রতিবছরই প্রায় ৩০ থেকে ৪০ বোতল রক্ত সংগ্রহ করে তা জমা দেওয়া হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে।

প্রতি বছরের ন্যায় এবারেও ছেলে সমৃদ্ধ বর্মনের তিন  বছরের জন্মদিনে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অন্যান্য নিমন্ত্রিতদের নিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্প এর আয়োজন করলেন রায়গঞ্জ রূপাহারের কাছে মহাদেবপুর গ্রামের বর্মন পরিবার। নিমন্ত্রিতদের কাছে একটাই আবেদন ছেলে সমৃদ্ধকে জন্মদিনে শুধু আশীর্বাদ দেওয়া কিন্তু কোনরূপ উপহার দেওয়া নয়। পরিবর্তে দুস্থ ও মুমুর্ষ রোগীদের পাশে দাঁড়াতে এবং জেলাজুড়ে রক্তসঙ্কট মেটাতে এক বোতল রক্তদান করুন। তিন বছরের ছোট্ট শিশু সমৃদ্ধের জন্মদিনে তার বাবা,  মা ও ঠাকুরদা নিখিল বাবুর এই আবেদনে এবারেও সাড়া দিয়েছেন নিমন্ত্রিত ব্যাক্তিবর্গরা।